رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
বিসমিল্লাহির রহমানির রহীম
দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য আন্তর্জাতিক মানের শিক্ষার অঙ্গীকার নিয়ে সাভারে শুরু হলো
مدرسة الحسنة মাদরাসাতুল হাসানাহ
হে আমাদের পালনকর্তা!আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করো; আখিরাতেও কল্যাণ দান করো। আর জাহান্নামের আজাব হতেও রক্ষা করো । -সূরা আল বাকারা ২০১
সম্মানিত সুধী,
আসসালামু আলাইকুম। দুনিয়া এবং আখিরাতের কল্যাণ লাভের জন্য দুয়া করার পাশাপাশি ‘ইলম এবং ‘আমলের মাধ্যমে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা ও অব্যাহত রাখতে হবে। আমাদের প্রতিষ্ঠান মাদরাসাতুল হাসানাহ সে লক্ষ্যেই প্রতিষ্ঠিত হয়েছে।
আপনারা জানেন, আমাদের দেশে রয়েছে নানা রকম শিক্ষাব্যবস্থা-জেনারেল শিক্ষা, আলীয়া, কউমী, হিফজুল কুরআন, ইংলিশ মিডিয়াম, কারিগরী ইত্যাদি। এ সবের সমন্বয়ে একটি আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান গড়তে আমরা কাজ করে যাচ্ছি। এখানে কুরআন-সুন্নাহভিত্তিক শুদ্ধ ইসলাম অনুধাবন ও অনুশীলন, এবং আমাদের জাতীয় উন্নতির লক্ষ্যে আজকের শিশুদেরকে আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে তোলার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে আদব, আখলাক, আর তাকওয়ার সবক এবং সমকালীন জ্ঞান-বিজ্ঞান-প্রযুক্তির প্রশিক্ষণের মাাধ্যমে আপনার-আমার কলিজার টুকরোগুলোকে তাওহীদী সোনার মানুষ বানাতে চাই।
আল্লাহ রব্বুল আলামীন আপনাদের সহায় হোন।
জাযাকুমুল্লাহ খাইরান।
কারিকিয়ুলাম এবং সিলেবাস
বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের পাঠ্যপুস্তকের পাশাপাশি আকীদাহ-ফিকহের আরবী কিতাব, সৌদি বিশ্ববিদ্যালয়ের Arabic Language এবং Oxford, Cambridge, Longman, Mc Graw Hill প্রকাশিত ইংরেজি বই পড়ানো হয়।
তাহফীজুল কুরআন
অভিজ্ঞ হাফেজ-হাফেজা দ্বারা ছাত্র ও ছাত্রীদের পৃথকভাবে তাহফীজুল কুরআনের (মক্তব, নাজেরা, হিফজ, রিভিশন) ক্লাস নেয়া হয়। সব ক্লাসেই কুরআন, হাদীস এবং মাসনুন দুআ মুখস্থ করানো হয়।
জীবনমুখী শিক্ষা
শিক্ষার্থীদেরকে সালাত, দৈনন্দিন ‘আমল, যিকর-আযকার, আদব-আখলাক প্রশিক্ষণের পাশাপাশি Co-curricular activities আয়োজন করা হয়।
শিক্ষা ব্যবস্থাপনা
উচ্চ শিক্ষিত, প্রশিক্ষিত এবং অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা শিশুদেরকে মাতৃস্নেহে শিক্ষাদান, প্রবাসীদের সন্তানদের সুশিক্ষার দায়িত্ব গ্রহণ, অভিভাবকদের সাথে নিয়মিত মতবিনিময় এবং গণমুখী ইসলামী প্রোগ্রাম আয়োজন করা হয়।
পরীক্ষা ও সার্টিফিকেট
পরীক্ষা ও মূল্যায়নের ক্ষেত্রে বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড এবং IELTS এর Skill-Based পদ্ধতি অনুসরণ করা হয়।
আধুনিক আবাসিক বিভাগ
আধুনিক ভবনে সার্বক্ষণিক নিরাপত্তা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে উন্নত মানের খাবার এবং প্রয়োজনীয় সুবিধাসহ ছাত্র-ছাত্রী উভয়ের জন্য পৃথক আবাসিক ব্যবস্থা রয়েছে।
শিক্ষার মান
ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে CEFR (Common European Framework of Reference for Languages) অনুসরণ করা হয়। Projector সমৃদ্ধ ক্লাসে Textbook এবং Audio-Visual Materials ব্যবহার করা হয়।